ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি গৃহশিক্ষকের

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৩:৪৪ পিএম
শিশুকে উদ্ধারের পর চকরিয়া থানায় আনা হয়। ছবি-রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের এক দিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, চকরিয়ার সবুজবাগ এলাকায় বাসায় তার মেয়েকে প্রাইভেট পড়াতেন এক গৃহশিক্ষক। মঙ্গলবার বিকেলে পরিবারের অগোচরে ওই শিক্ষক কৌশলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন সকালে তিনি মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

তিনি আরও বলেন, ওসি সাহেবকে বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। এরপর অপহরণকারীর দেওয়া বিকাশ নম্বরে কিছু টাকা পাঠাই। ওই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় পুলিশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার করে।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, বুধবার রাত ১০টার দিকে ভিকটিম শিশুকে থানায় আনা হয়। অপহরণকারীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে, যোগ করেন তিনি।