ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

মোবাইল চুরি নিয়ে মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়: র‌্যাব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৭:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, ‘মূলত একটি মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটি নিছক একটি চুরি নয়, বরং পরিকল্পিতভাবে নিরীহ তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

ঘটনার পর মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, ‘শনিবার ঢাকার বনশ্রী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।’

এদিকে, ঘটনার প্রায় ৩৯ ঘণ্টা পর গতকাল (৪ জুলাই) মধ্যরাতে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।