ঢাকার সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মাণাধীন বাড়ির গেটের সামনে প্রাচীর নির্মাণ করে গেট অবরুদ্ধ করে চাঁদা দাবি করেন একটি কুচক্রী মহল। এ ঘটনায় সাবেক ওই ইউপি সদস্য থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত শনিবার (২ আগস্ট) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস যাবৎ ওই বাড়ির নির্মাণকাজ করছে। হঠাৎ গত শনিবার ওই এলাকার মো. জয়নাল আবেদিন (৫৭) নজরুল ইসলাম (৩৮) আলতাব হোসেন (৫৮) নির্মাণাধীন ওই বাড়ির সামনে প্রাচীর নির্মাণ করে।
ভুক্তভোগী ওই ইউপি সদস্য মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার বাড়ির সামনে রাস্তায় প্রাচীর নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারা। প্রাচীর সরিয়ে নেওয়ার জন্যে তার নিকট ১০ লাখ টাকা চাঁদাদাবি করেছেন বলেও জানান তিনি।’
অন্যদিকে অভিযুক্ত মো. জয়নাল বলেন, ‘আমার কেনা জায়গায় আমি প্রাচীর নির্মাণ করেছি, কিন্তু চাঁদাদাবির ঘটনাটি মিথ্যা।’
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. মজিবর রহমান বলেন, ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রাচীর নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। উভয় পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন