মার্কা ও দল দেখে নয়, ভালো মানুষকে নেতা বানানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৭ মে) রাতে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্ত্বরে আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে দল বা মার্কা দেখার দরকার নেই। যে ব্যক্তি ভালো, আপনাদের কথা শুনবে, আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করবে, তাদেরই আগামী দিনে নেতা হিসেবে নির্বাচিত করুন।
তিনি আরও বলেন, আপনারা যদি দল বা মার্কা দেখে ভোট দিতে থাকেন—বাবা, চাচা, দাদাদের মতো—তাহলে ভালো লোকগুলো নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাদক থেকে দূরে থাকতে হবে।
পার্বতীপুর উপজেলা শাখা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।