ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

এনসিপি নেতাদের নিয়ে ‘ট্রল’, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১১:৪৬ এএম
দিনাজপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মোশফেকুর রহমান। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রল’ করার অভিযোগে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এএসপি মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এনসিপির গোপালগঞ্জের সভা ও সেখানে ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলার ঘটনায় একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এনসিপি ও সংশ্লিষ্ট আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এ ঘটনার পর বুধবার রাত ৮টা থেকে দিনাজপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তারা দাবি করেন, গোপালগঞ্জের ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে এএসপি মোশফেকুর রহমান কুরুচিপূর্ণ, অপমানজনক ও হাস্যরসাত্মক মন্তব্য করেন, যা তাদের আন্দোলনের প্রতি অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিক্ষোভে অংশ নেওয়া এক নেতা বলেন, ‘একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে জনগণের আন্দোলনকে এভাবে ব্যঙ্গ করার কোনো অধিকার তার নেই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তার শাস্তি চাই।’

তীব্র সমালোচনার মুখে পুলিশ সদর দপ্তর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।