ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিরামপুরে দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৯:০০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের কলাবাগান হাসপাতাল রোডে অবস্থিত প্রেসক্লাব ভবনের নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

এ সময় বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাদ্দিস এনামুল হক, আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা, পবন কুমার শীল ষষ্ঠী, আব্দুর রশিদ, মাহাবুর রহমান, সেকেন্দার আলী, সামিউল আলম, রেজওয়ান আলী, আব্দুল আলীম স্বর্ণকার ও নূর ইসলাম দোয়া মাহফিলের পূর্বে বাংলাদেশের রাজনীতিতে এবং দেশের উন্নয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে বিরামপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।