গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়ের ২৫ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন লিটন ফারাজি নামে এক কৃষক। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর (ফারাজিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজির সঙ্গে গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে। দীর্ঘ দাম্পত্য জীবনে প্রায়ই দাম্পত্য কলহ লেগেই থাকত। তিন মাস আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। পরে লিটন স্ত্রীকে তালাক দেন।
তালাকের পর লিটনের পরিবার এক মণ দুধ দিয়ে তাকে গোসল করায়। ঘটনাটি দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়।
লিটন ফারাজি বলেন, ২৫ বছর সংসার জীবনে অতিষ্ঠ হয়ে তালাক দিয়েছি। অতীতের সব ভুলে নতুন উদ্যমে নিজেকে গড়ে তুলতে চাই। মনের যন্ত্রণা সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি। এখন অনেকটা স্বস্তি পাচ্ছি।
লিটনের ছোট মেয়ে মায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমাদের জমিজমা নেই। এ জন্যই মা আমাদের ছেড়ে চলে গেছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন