গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবক (২৪) নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ‘সকালে স্টেশন রোড এলাকায় একটি বাসের যাত্রীর মোবাইল ফোন জানালা দিয়ে ছিনিয়ে নিয়ে পালানোর সময় ওই যুবককে স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়, এতে তিনি গুরুতর আহত হন।’
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যুবকটি মারা যান।
ওসি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।