ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

গাজীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৩:৫২ পিএম
রেলওয়ে জংশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশন, রেলওয়ে ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।

অভিযান সূত্রে জানা গেছে, জয়দেবপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা।

এছাড়া ফুটপাত দখল করে বসে হাট বাজার। বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে সিটি করপোরেশন, রেলওয়ে ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ।

অভিযানে ফলের দোকান, চায়ের দোকান, ঘরবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে অনেক ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান থেকে তাদের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও সিটি করপোরেশনের সদস্যরা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপস্থিত ছিলেন।