ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, নিয়ন্ত্রণ করল ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৪:১৪ পিএম
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন নিয়ন্ত্রণে

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকল্পের পেছনের অংশে কাঠের স্তূপে আজ দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রূপপুর গ্রিনসিটি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিশ্চিত করে রূপপুর গ্রিনসিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাশেম জানান, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।