গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী কমিশনার মার্কেটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোরে আবু দাউদ নামে এক ঝুট ব্যবসায়ীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এক পর্যায়ে আগুন বৃদ্ধি পেলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মানুন বলেন, ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।


