গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গ্রামীণ ব্যাংকের কুশলী শাখা ও আশেপাশের এলাকায় কালো পতাকা উড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে ছাত্রলীগের দুই কর্মী টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড, গেট এবং সড়কের বিভিন্ন স্থানে কালো পতাকা টাঙান।
ঘটনাটি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ১৫ আগস্ট সকাল ১০টায় এমএম মোরসালিন নামের এক ব্যক্তি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, মোরসালিন ও একজন মুখ ঢেকে রাখা সহযোগী ব্যাংকের সামনে ও আশেপাশে কালো পতাকা টাঙাচ্ছেন।
মোরসালিনকে পরিচিতি অনুযায়ী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান জানান, শুক্রবার সকালে অফিসে এসে তিনি দেখেন ব্যাংকের সাইনবোর্ড ও গেটসহ সড়কের বিভিন্ন স্থানে কালো পতাকা টাঙানো আছে। পরে সিভিল পোশাকে আসা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে পতাকা সরাতে বলেন। মিরাজুল তা অনুসারে সরিয়ে দেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, কালো পতাকা টানানোর খবর জানা গেছে। পরে এটি কে বা কারা সরিয়েছে তা জানা যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন