হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় এক ইজিবাইক চালককে হত্যা করে তার যানবাহন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চবিদ্যালয়ের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম আবুল কাশেম (২৮)। তিনি বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।
এ ঘটনায় বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, গতকাল সোমবার সকালে আবুল কাশেম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারাদিন এবং রাতেও তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :