শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৩:১৩ পিএম

রাস্তার জন্য ভাঙছে ছেলে-মেয়ের বিয়ে

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৩:১৩ পিএম

নলছিটির খুলনা গ্রামের হারধল থেকে টেকেরহাট রাস্তার চিত্র এটি।  ছবি- রূপালী বাংলাদেশ

নলছিটির খুলনা গ্রামের হারধল থেকে টেকেরহাট রাস্তার চিত্র এটি। ছবি- রূপালী বাংলাদেশ

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামের মানুষ যুগের পর যুগ যোগাযোগ ব্যবস্থার মারাত্মক সংকটে ভুগছেন। অচল সড়কের কারণে ভেঙে যাচ্ছে ছেলে-মেয়েদের বিয়ে, মুমূর্ষু রোগীদেরও হাসপাতালে নেওয়া হচ্ছে লাশ বহনের খাটিয়ায় করে এ যেনো এক হৃদয়বিদারক ঘটনা।

গ্রামবাসী জানান, হারধল ছাদেম মোল্লার বাড়ি থেকে টেকেরহাট আক্কাস হাওলাদার এর বাড়ি পর্যন্ত, প্রায় ২ কিলোমিটার সড়ক বছরের পর বছর অবহেলায় পড়ে থেকে এখন নালাখালায় পরিণত হয়েছে। যেখানে রাস্তা আছে, সেখানে হাঁটুসমান কাঁদা, আর যেখানে রাস্তা নেই, সেখানে হাঁটু সমান পানি। ফলে বর্ষা মৌসুমে এ পথ দিয়ে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে।

খুলনা গ্রামের হারধল থেকে টেকেরহাট রাস্তার চিত্র এটি।  ছবি- রূপালী বাংলাদেশ

প্রায় দুই শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র সড়কটি এতটাই জরাজীর্ণ যে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিনই জুতা হাতে হেঁটে যেতে হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। রাতের বেলা কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার কথা ভাবতেও ভয় হয়। পাকা সড়কে পৌঁছাতে হলে মসজিদের লাশ বহনের খাটিয়া এনে ৪-৫ জন লোক জোগাড় করতে হয়। স্থানীয়দের অভিযোগ, অনেক সময় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার পথে মাঝপথেই মৃত্যুর মতো হৃদয়বিদারক ঘটনা ঘটে।

খুলনা গ্রামের বাসিন্দা মো. আলামীন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ, অসুস্থ মানুষের জীবন সবকিছুই এই রাস্তার কারণে হুমকির মুখে। রোগী নিয়ে যেতে হয় মসজিদের লাশ বহনের খাটিয়ায় করে, বিয়ে শাদির সম্বন্ধ ভেঙে যাচ্ছে সড়কের এমন বেহাল কারনে। আমরা বহুবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু আজও কোনো উদ্যোগ নেই।

খুলনা গ্রামের হারধল থেকে টেকেরহাট রাস্তার চিত্র এটি।  ছবি- রূপালী বাংলাদেশ

আরেক বাসিন্দা মো. শাহাদাত হোসেন জানান, যোগাযোগ ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। তবুও বাপের ভিটা রক্ষার জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে মালামাল পরিবহনে ৪-৫ গুণ বেশি খরচ পড়ছে, তাতেও লোক পাওয়া যাচ্ছে না। সন্তানরা এখানে থাকতে রাজি নয় ফলে বাড়ি করেও ভাড়া বাসায় থাকতে হবে। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে।

এ বিষয়ে নাচনমহল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম খোকন বলেন, খুলনা গ্রামের রাস্তার করুণ অবস্থার বিষয়ে আমি অবগত। সত্যিই তারা চরম ভোগান্তিতে রয়েছেন। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের জন্য চেষ্টা করছি।

দীর্ঘদিনের এই ভোগান্তির দ্রুত সমাধান চান এলাকাবাসী। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কার ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!