ঝিনাইদহ শহরের বাঘাযতীন সড়কের মসলা ঘর নামক দোকান থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৫০ কেজি চিনি ও ডালের ৬টি খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। সে সময় দোকান মালিক সমরেশ সাহাকে আটক করা হয়। শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও টিসিবি কর্মকর্তা। আটক সমরেশ সাহাকে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সে জেলা শহরের বাঘাযতীন সড়কের মৃত সুবল সাহা’র ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মনোজ কুমার ঘোষ জানান, বিকালে মশলা ঘর দোকানে টিসিবি’র পণ্য বিক্রি হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও টিসিবি কর্মকর্তারা। তখন সেখানে পুলিশের একটি টিম ছিল।
সে সময় দোকান থেকে ৫০ কেজি টিসিবি’র চিনি এবং ডালের খালি বস্তা পাওয়া যায় ৬টি। ঘটনার পর দোকান মালিক সমরেশ সাহাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তবে খালি বস্তার ডালগুলো কোথায় গেল তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে টিসিবি ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আকরাম হোসেন বলেন, আটক সমরেশ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এ মালগুলো টিসিবি ডিলার ওয়াজেদ আলীর কাছ থেকে কিনেছেন তিনি। তবে এ ঘটনায় সাথে জড়িত ডিলারসহ সবার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে সরকারি নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার মোঃ ওয়াজেদ জয় এন্টারপ্রাইজ, জামান ট্রেডার্স, মায়ের দোয়া ট্রেডার্স, কণা এন্টারপ্রাইজ ও ছাব্বির ট্রেডার্সের মালামাল একাই বিক্রি করে। তিনি দীর্ঘদিন কালোবাজারি করে টিসিবি পণ্য অন্যত্র বিক্রয় করে আসছেন।
অভিযোগের বিষয়ে জানতে টিসিবি ডিলার ওয়াজেদ আলীর মোবাইলে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসএ্যাপ এ কল করা হলেও তিনি লাইন কেটে দেন। ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন