জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (০৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশন দেখছে। তারা সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সে অনুযায়ী এটি বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোনো বাধা আছে বলে আমি মনে করি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রায় সবকটিকেই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নাজেহাল করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ, বিচার বিভাগসহ সবকিছুকেই এমনভাবে পরিচালনা করা হয়েছে। সরকার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন, তারা দেশের ও রাষ্ট্রের জন্য চাকরি করবেন। তবে যারা অপরাধে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মো. মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন