শৈলকুপা পৌরসভার রাস্তা উন্নয়নের বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় সিটি কলেজ রোডের চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট কাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্মাণসামগ্রীর মান যাচাই করেন। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশনা দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌরসভার প্রকৌশলীসহ আরও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিদর্শন শেষে ইউএনও চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং পৌরবাসীর উন্নত সেবা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিংয়ের কথা জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন