‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের উদ্যোগে উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন: বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল হুদা, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মাসুদ রানা প্রধানের সহধর্মিণী মুনিরা আক্তার কেমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী চার জন বিশেষজ্ঞ চিকিৎসক ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা ও ফ্রি ওষুধ প্রদান করেন।



