ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

খুলনায় শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

খুলনা ব্যুরো
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৩:৫৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকার রুপনগরে পুলিশের গুলিতে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (২৩ মে) খুলনায় জুলাই বিপ্লবে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেন তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন সঙ্গে নিয়ে উপদেষ্টা শহীদ শেখ মো. সাকিব রায়হানের  প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।