সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০২:০১ পিএম

বাজিতপুরে কৃষক নিবু মিয়া হত্যা, পিবিআই বা সিআইডির তদন্ত চায় পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০২:০১ পিএম

কৃষক নিবু মিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। ছবি: রূপালী বাংলাদেশ

কৃষক নিবু মিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক নিবু মিয়া হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত হত্যাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। পাশাপাশি মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা।

রোববার (৬ জুলাই) বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা শহরের একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত নিবু মিয়ার বড় ছেলে ও মামলার বাদী আব্দুর রহমান হৃদয়।

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৯ অক্টোবর পূর্বপরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়। মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দায়িত্বে গাফিলতি করেছেন। আমাদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। এমনকি চার্জশিট দেওয়ার নামেও টাকা নেওয়া হয়েছে।’

হৃদয় জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনি আরও অভিযোগ করেন, মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার ছোট ভাই সোহেল মিয়াকে আটক করে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

বর্তমান তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তুলে হৃদয় বলেন, ‘তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে না গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে বাজারে বসে চা খেয়ে তদন্ত করছেন। এতে ন্যায়বিচার পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।’ এ পরিস্থিতিতে তিনি মামলাটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার কাছে হস্তান্তরের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে নিহত নিবু মিয়ার ছোট ছেলে সোহেল মিয়াও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘পুলিশ আমাকে অন্যায়ভাবে আটক করে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। তারা আমাকে মাদকসেবী প্রমাণ করার চেষ্টা করেছে, অথচ আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। আমি আমার বাবার লাশ কাঁধে তুলে কবর দিয়েছি। একজন সন্তানের পক্ষে নিজের বাবাকে হত্যা করা অসম্ভব।’

তিনি বিচার দাবি করে বলেন, ‘আমার ওপর চালানো নির্যাতনের বিচার চাই। সেইসঙ্গে আমার বাবার নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আলেহা খাতুন, পুত্রবধূ সুবর্ণাসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের কৃষক নিবু মিয়া ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন দুপুরে পাশের তেলিবাড়ি এলাকার একটি ধানখেত থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহতের ছেলে আব্দুর রহমান হৃদয় বাজিতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ নিহতের ছেলে সোহেল মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করে।

Shera Lather
Link copied!