রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:৪০ পিএম

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:৪০ পিএম

গণনা করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা। ছবি- রূপালী বাংলাদেশ

গণনা করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। দীর্ঘ ১১ ঘণ্টা গণনা শেষে রাত ৮ টায় ১৩টি দানবাক্স থেকে এই টাকা পাওয়া যায়। এ ছাড়াও স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

এর আগে শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় ৪ মাস ১৮ দিন পর কঠোর নিরাপত্তায় দানবাক্সগুলো খোলা হয়। তখন ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে সকাল ৯টায় গণনা শুরু হয়। এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন।

গণনায় ৩৪০ জন মাদ্রাসার শিক্ষার্থী, জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ৯ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ৫ জন আনসার ব্যাটালিয়ান, ১০ জন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। সাধারণত তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন কারণে ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এই টাকার লভ্যাংশ বিভিন্ন গরিব অসহায় রোগীদের চিকিৎসা সেবা, পাগলা মসজিদ পরিচালনার জন্য ইমাম, মুয়াজ্জিন ও আনসার সদস্যদের বেতন প্রদান, মসজিদের অধীনে থাকা মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন এবং মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা ক্রয়ে ব্যয় করা হবে। ইতোমধ্যে ১ একর জায়গা ক্রয়ের জন্য ওয়াক্ফ প্রশাসকের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল, যা গত মাসে অনুমোদন পেয়েছে।

এছাড়া গত ১২ এপ্রিল দানবাক্সগুলো খোলা হয়েছিল, তখন দানের পরিমাণ ছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক একাউন্টে মোট দানের পরিমাণ দাঁড়িয়েছে ১০২ কোটি ২ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা।

পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হওয়ার বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন দান করতে আসেন। এখানকার দানে শুধু টাকা-পয়সা নয়, সোনা-রুপার অলঙ্কারসহ বিদেশি মুদ্রাও দান করা হয়। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদিপশু, হাঁস-মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বইও দান করা হয়।

এদিকে গত ৪ জুলাই পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অনলাইন ডোনেশন ওয়েবসাইট চালু করা হয়েছে, যার মাধ্যমে দেশ ও দেশের বাইরের মানুষও দান করতে পারেন। ওয়েবসাইটে মসজিদের ইতিহাস, দান সম্পর্কিত তথ্য, নামাজ ও জামাতের সময়সূচি, এবং মসজিদের মাধ্যমে পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের তথ্য দেওয়া আছে। অনলাইনে দান করতে www.paglamosque.org সাইটে প্রবেশ করে সামর্থ্য অনুযায়ী দান করা যাবে।

Link copied!