কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অনুপস্থিত থাকায় শ্বাসকষ্টে ভুগে জামাল বাদশাহ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কালিপদ সরকার ৫০০ টাকার বিনিময়ে একজন ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) পাস ছাত্রকে দায়িত্ব দিয়ে নিজে লালমনিরহাটে তার ব্যক্তিগত চেম্বারে অবস্থান করছিলেন।
নিহত জামাল বাদশাহ কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শ্বাসকষ্ট শুরু হলে স্বজনরা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
স্বজনদের অভিযোগ, হাসপাতালের বারান্দায় প্রায় এক ঘণ্টা কোনো চিকিৎসা না পেয়ে কষ্টে পড়ে ছিলেন জামাল। পরে রুবেল নামে একজন ডিএমএফ পাস ছাত্র এসে দায়সারাভাবে দেখে জানান, রোগী মারা গেছেন।
রোগীর মৃত্যুর খবরে স্বজনরা ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগে গিয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে খুঁজতে থাকেন। তখন জানা যায়, চিকিৎসক কালিপদ সরকার নিজের জায়গায় রুবেল নামের ওই ডিএমএফ ছাত্রকে বসিয়ে রেখেছিলেন। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
পরে হাসপাতালের ভারপ্রাপ্ত রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল ইসলাম জরুরি বিভাগে ছুটে আসেন। তিনি জানান, কর্তব্যরত চিকিৎসক কালিপদ সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই দায়িত্ব থেকে সরে যান। ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ‘যদি প্রমাণ হয়, তিনি টাকার বিনিময়ে অপর একজনকে বসিয়ে যান, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে নিহত জামাল বাদশার ভাতিজা একরামুল হাসান বলেন, ‘আমার ফুপাতো ভাই হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু দীর্ঘসময় কোনো চিকিৎসা মেলেনি। একজন অযোগ্য ব্যক্তির হাতে পড়ে তার মৃত্যু হয়েছে। এমন মৃত্যু যেন আর কারো না হয়, আমরা সরকারের কাছে বিচার চাই।’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 
                            -20250726105610.jpg) 
                                    -20250726043918.webp)
-20250726090112.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন