ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৪:০৮ পিএম
কুড়িগ্রামে নদী ভাঙন প্রতিরোধে স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়া। ছবি- রূপালী বাংলাদেশ।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর গোবিন্দপুর থেকে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চর গোবিন্দপুরে নদী ভাঙন কবলিত এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক নুর মোহাম্মদ, কৃষক হারুন-অর-রশীদ, আমিনুল ইসলাম, সমাজসেবক লতিবুর রহমান ভজু ও আছাব্বর আলী।

বক্তারা জানান, গত ১৫-১৬ দিনে চর গোবিন্দপুর থেকে বেগমগঞ্জ পর্যন্ত তিন শতাধিক বসতভিটা দুধকুমারের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনের কারণে গাছপালা, বাঁশঝাড়, শাকসবজি ক্ষেত, মৌসুমি ফসলসহ অসংখ্য আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। একই সঙ্গে ভাঙনের হুমকিতে রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বন্যা আশ্রয় কেন্দ্র, তিনটি মসজিদ এবং দুটি সেতু।

বক্তারা দাবি করেন, দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে আরও বড় ক্ষয়ক্ষতি হবে।