ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

নুর-রাশেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০১:২৯ পিএম
নুরুল হক নুর ও রাশেদ খাঁনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে গণঅধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খানসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘নুরুল হক নুর ও রাশেদ খাঁনের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক। সরকারবিরোধী মতকে দমন করতেই এ মামলা করা হয়েছে।’ তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।