লক্ষ্মীপুরের রামগতিতে জেলে মফিজের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের একটি বিশাল ইলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রামগতির মাছঘাটে হেলাল বেপারীর আড়তে মাছটি নিলামে তোলা হলে ১০ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী অজি উল্যাহ।
মফিজ মাঝি জানান, ১০ জন জেলেসহ তিন দিন আগে সাগরে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জাল ফেললে এই ইলিশটি ধরা পড়ে। তিনি রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বাসিন্দা।
ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু বলেন, মধ্যরাত থেকেই নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। তার আগ মুহূর্তে ঘাটে এত বড় ইলিশ ধরা পড়া সত্যিই চমকপ্রদ। মফিজ মাঝি ইলিশটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।
আড়তদার হেলাল বেপারী বলেন, তার আড়তে এবারই প্রথম এত দামে একটি ইলিশ বিক্রি হয়েছে।
ক্রেতা অজি উল্যাহ জানান, মাছটি ঢাকার মোকামে পাঠানো হয়েছে। এমন বড় ইলিশের চাহিদা ও দাম দুইই বেশি।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণে ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।