ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

সমুদ্রবন্দরগুলো থেকে নামানো হলো সতর্কসংকেত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১০:৫২ এএম
ছবি- সংগৃহীত

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার শঙ্কা কেটে যাওয়ার ফলে দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।   

এতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।