ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ-ঢাকাগামী ট্রেনে হামলা, চালকসহ আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:৪৮ পিএম
ট্রেনচালক। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেনে হামলা চালিয়েছে একদল উশৃঙ্খল যুবক। হামলায় দেশের প্রথম নারী ট্রেনচালক সালমা খাতুনসহ তিনজন আহত হয়েছেন। ভাঙচুরের সময় হামলাকারীরা ট্রেনের জানালায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে এবং পরে পাথর নিক্ষেপ করে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশনে এ ঘটনাটি ঘটেছে।

কী ঘটেছিল?

নারায়ণগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি গেন্ডারিয়ায় পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী ট্রেনচালক সালমা খাতুন লাইন ক্লিয়ার সিগনাল পেয়ে ট্রেনটি চালু করেন। এমন সময় হঠাৎ কয়েকজন যুবক ট্রেনের জানালায় এসে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করতে শুরু করে।

ট্রেনচালক ও তার সহকর্মীরা জানালা খুলে তাদের থামাতে বললে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপর তারা জানালায় এলোপাতাড়ি ব্যাটের আঘাত করতে থাকে এবং জানালা বন্ধ করে দিলে বাইরে থেকে পাথর ছুঁড়তে থাকে। এতে ট্রেনের জানালার কাচ ভেঙে ছড়িয়ে পড়ে এবং কাচের টুকরো চালক ও তার সহকর্মীদের চোখ-মুখে লাগে।

একজন সহকারী চালকের হাত কেটে যায় এবং তার পেটে পাথরের আঘাত লাগে বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার নেপথ্যে কী?

পরবর্তীতে সালমা খাতুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত লিখে জানান, ট্রেনের ইঞ্জিনের ওপর থাকা এক ছিনতাইকারী এক যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর সেই ছিনতাইকারী ফের ইঞ্জিনের ওপরে উঠে যায়। যুবকদের ধারণা ছিল, চালক ও রেলকর্মীরা হয়তো ছিনতাইকারীকে আশ্রয় দিয়েছেন কিংবা তাকে ধরার চেষ্টা করেননি- এই ভুল বোঝাবুঝি থেকেই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

সালমা খাতুন বলেন, ‘এটাই আমাদের চাকরির বাস্তবতা। একজন নারী চালক হিসেবে এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ।’

রেল কর্তৃপক্ষ ও পুলিশের অবস্থান

ঘটনার বিষয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি আমি লোকমুখে শুনেছি, কিন্তু চালকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি।’

নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। এখনো কেউ কমলাপুর রেলওয়ে থানায় অভিযোগ করেননি। তবে কমলাপুর থানা পুলিশের সহায়তায় দুষ্কৃতকারীদের শনাক্তে চেষ্টা চলছে।’

নিরাপত্তা নিয়ে হুমকি

এ ঘটনা আবারও রেলওয়ে নিরাপত্তা ও ট্রেনচালকদের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিভিন্ন সময় ছিনতাই, ভাঙচুর ও হেনস্তার ঘটনা ঘটেছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধীরা চিহ্নিত বা গ্রেপ্তার হয়নি।

রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে রুটটিতে অতিরিক্ত রেল পুলিশ মোতায়েন এবং ইঞ্জিনে নজরদারি বাড়ানো হতে পারে।