শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ছয় দিন ছুটি পালন করার পর আজ শনিবার (০৪ অক্টোবর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর ফিরেছে তার চেনা রূপে, ফিরেছে কর্মচাঞ্চল্য।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মুসা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার কার্গো অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথ আলোচনায় ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট ছয় দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
তিনি আরও বলেন, আজ থেকে আবারও বন্দরের কার্যক্রম চালু হওয়ায় ভোমরা বন্দরের শ্রমিক, সিঅ্যান্ডএফ কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দরের সব প্রয়োজনীয় সেবা এবং পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।