ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

রোহিতের পর যার হাতে ভারতের ওয়ানডে নেতৃত্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৩:২৪ পিএম
শুভমান গিল ও রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

ভারতের ওয়ানডে দলে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। রোহিত শর্মার জায়গায় শুভমান গিলকে নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সি এই ব্যাটার। সিরিজ শুরু হবে আগামী ১৯ অক্টোবর।

শনিবার আহমেদাবাদে নির্বাচক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকি। 

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতীয় দলের পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই লক্ষ্যেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে।

গিল বর্তমানে ভারতের টেস্ট অধিনায়ক, পাশাপাশি টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক। গত মে মাসে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর গিল টেস্ট নেতৃত্ব পান এবং ইংল্যান্ডে প্রথম সিরিজেই ৭৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

অন্যদিকে, রোহিত শর্মা থাকছেন দলে শুধু ব্যাটসম্যান হিসেবে। তার সঙ্গে ফিরছেন বিরাট কোহলিও। মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির পর এটাই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 

রোহিত শর্মা ভারতের ওয়ানডে অধিনায়ক ছিলেন ডিসেম্বর ২০২১ থেকে। তার নেতৃত্বে ভারত ৫৬টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৪২টিতে, হেরেছে ১২টিতে, একটি টাই এবং একটি নো রেজাল্ট। 

তার অধিনায়কত্বেই ভারত জিতেছে ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ এবং সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি।

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে হবে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা (নভেম্বর-ডিসেম্বর) এবং নিউজিল্যান্ডের (জানুয়ারি) বিপক্ষে ঘরের মাঠে আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে ভারত।