আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এখন তিনি এই দ্রুতগতির ফরম্যাটে সর্বাধিক ডট বল করার বিশ্ব রেকর্ডের মালিক।
শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই তিনি এই অনন্য কীর্তি গড়েন, পেছনে ফেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের অভিষেক হয়। শুরু থেকেই তার কাটার ও স্লোয়ারের বৈচিত্র্যে মুগ্ধ হয় ক্রিকেট বিশ্ব।
সময়ের সঙ্গে সঙ্গে ফিজ শুধু উইকেট শিকারি বোলার হিসেবেই নন, প্রতি ডেলিভারিতে চাপ তৈরি করা এক ডট-বল স্পেশালিস্ট হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে মুস্তাফিজের মোট ডট বলের সংখ্যা ছিল ১১৩৫টি। সে সময় শীর্ষে থাকা টিম সাউদির ডট সংখ্যা ছিল ১১৩৮। অর্থাৎ, রেকর্ডটি ভাঙতে মুস্তাফিজের প্রয়োজন ছিল মাত্র ৪টি ডট বল।
ম্যাচে নিজের দ্বিতীয় স্পেলে, ইনিংসের ১৬তম ওভারের পঞ্চম বলে তিনি ১১৩৮তম ডটটি করে সাউদিকে স্পর্শ করেন। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে আরেকটি ডট দিয়ে তিনি সাউদিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যান। পুরো ম্যাচে তার ৪ ওভারের বোলিংয়ে ছিল ৭টি ডট বল।
পরিসংখ্যানের বিচারে শীর্ষে মুস্তাফিজ
এই ম্যাচের পর মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪২। তিনি এখন পর্যন্ত ১২০ ইনিংসে ২৬১৬টি বল করেছেন।
অন্যদিকে, দ্বিতীয় স্থানে নেমে যাওয়া টিম সাউদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ডট দিয়েছেন ১১৩৮টি।
বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজের পরেই রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ১০৭৮টি ডট বল দিয়ে তৃতীয় স্থানে আছেন।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৮১ ইনিংসে ১৭৫৫ বলের মধ্যে ৮৩৮টি ডট দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।