ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১০:২৯ এএম
আসাদুল ইসলাম আসাদ। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার অভিযোগ করে জানায়, আমরা গরিব হওয়ায় আসাদ ঘটনাটি ধামাচাপা দিতে এবং পুলিশের কাছে না যাওয়ার জন্য বারবার হুমকি দিয়ে আসছিলেন।

প্রতিবেশীরা জানান, আসাদ নিয়মিত ওই কিশোরীর বাড়ির পেছনে বসে থাকতেন এবং নানা সময় তাকে উত্ত্যক্ত করতেন। গত বৃহস্পতিবার সকালে কিশোরীকে বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন তিনি।

তারা আরও জানান, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে কিশোরী এবং আসাদকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরী ও অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’