ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

সাবেক এমপি মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:০০ এএম
মাহাবুব আরা গিনি। ছবি- সংগৃহীত

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর সংবাদ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘গাইবান্ধা জেলা’ নামে একটি পেজে দাবি করা হয়, গাইবান্ধা কারাগারে আটক থাকা অবস্থায় মাহাবুব আরা গিনি মারা গেছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

এ বিষয়ে জেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানায়, প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক রয়েছেন এবং সুস্থ আছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ যেন বিভ্রান্তিকর ও নেতিবাচক অপপ্রচারে যুক্ত না হয়। এ ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

কারাগারের যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ জেল কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।