ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

পরীক্ষায় ফেল ও নম্বর কম পাওয়ায় তিন শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি ও কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ১০:৪৭ পিএম
আত্মহত্যার চেষ্টা করা এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি- রূপালী বাংলাদেশ

এসএসসি পরীক্ষায় ফেল করায় লালমনিরহাটের হাতীবান্ধায় দুই শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ছাড়াও পরীক্ষায় নম্বর কম পাওয়ায় আরও এক শিক্ষার্থী আত্মাহত্যার চেষ্টা করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার পৃথক পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টা করা ওই তিন শিক্ষার্থী হলো উপজেলার হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী ও সিন্দুর্ণা ইউনিয়নের চাম্পাফুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জুয়েল ইসলাম, নওদাবাস কালিমোহন তফশিল উচ্চ বিদ্যালয় ও টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি এলাকার অনন্ত বর্মনের মেয়ে অর্পিতা রায় ও হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের রিপা খাতুন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড—এ পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে দুই শিক্ষার্থী এবং নম্বর কম পেয়ে আরও এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, ‘বিষপানে আত্মহত্যার চেষ্টা করা রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে একজনকে রেফার্ড করা হয়েছে। আর একজনকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’