ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে পাশে বিজিবি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:৩৭ পিএম
লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে পাশে বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান, এসজিপি।

এসময় রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ, তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, দোয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান এবং হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিজিবি সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।’

ত্রাণ বিতরণের আগে তিনি তিস্তা ব্যাটালিয়ন (৬১) বিজিবির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, তেল, আলু, পেঁয়াজ ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।