মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল, যেখানে শালিখা উপজেলা ছাড়াও মহম্মদপুর ও সদর উপজেলা চার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মুন্সী আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে জনসদভায় প্রধান বক্তা ছিলেন, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক মহাম্মদপুর উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক নেতা শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, ‘গত ১৬ বছর জুলুম অত্যাচারের শিকার হয়েছি আমরা, আমি তো রাজনীতি থেকে অবসরে যেতে চেয়েছিলাম। কিন্তু আমার নেতাকর্মীদের মুখের দিকে তাকিয়ে রাজনীতি ফিরেছি। মাগুরা-২ আসনে ধানের শীষের মনোনয়ন না পেলেও জনগণ যদি চান আমি নির্বাচনে অংশ নেব। দলীয় সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তবে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।’
তিনি আরও জানান, ‘নির্বাচনি এলাকার ১৯টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০১ জন প্রতিনিধি কেন্দ্রীয় কমিটির কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করেছেন। তিনি বলেন, যে প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের যোগাযোগ নেই, তাকে মনোনয়ন দিলে এই আসনে পরাজয়ের ঝুঁকি রয়েছে।’
প্রধান বক্তার বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু বলেন, ‘এ আসনের মানুষ আবারও কাজী সালিমুল হক কামালকে এমপি দেখতে চায়। তার নেতৃত্বে বিএনপি সংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে।’
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সারা দেশে ২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেই ঘোষণায় মাগুরা-২ আসন থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই বিএনপি নেতাকর্মী শালিখা, মহম্মদপুর ও দক্ষিণ মাগুরা সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। বিশেষ করে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কজী সালিমুল হক কামাল অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন। ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের তৃণমূল নেতাকর্মীরা প্রতিদিনই কর্মসূচি পালন করে আসছে। এর আগে গত রবিবার ১০ নভেম্বর মাগুরা-২ আসনের নিতাই রায়ের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মাগুরা-২ আসনের মোট ১৭১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫০১ জন স্বাক্ষর করে একটি অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন