ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

চাঁদাবাজির মামলায় দুই সমন্বয়কের ২ দিনের রিমান্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৭:০৬ পিএম
গ্রেপ্তার দুই সমন্বয়ক আশরাফুল ইসলাম রাজু ও মেহেরাব খানকে আদালতে হাজির করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজু ও মেহেরাব খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

এর আগে বিকেল তিনটায় সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।     
 
পুলিশ জানায়, আসামিরা অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে মিলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর পোস্ট ও শেয়ার করে সম্মানহানি এবং চাঁদা দাবি করেন। এরই প্রেক্ষিতে মানিকগঞ্জ পৌরসভার দাশড়া গ্রামের আনিছুর রহমান সাব্বির নামের এক ব্যক্তি বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।  

 

এরপর বুধবার সকাল ৮ টায় তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ ও মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে গুজব ও মিথ্যা তথ্য প্রচারকারী বিভিন্ন ফেসবুক পেজ-গ্রুপের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকা ও চাঁদা দাবির সত্যতা পায় পুলিশ।  

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, ‘চাঁদাবাজি ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দুই ছাত্র সমন্বয়কের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’