মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতের নির্দেশে তাদের সিংগাইর থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখান। এ নিয়ে মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সিংগাইর থানার ওসি জেএমও তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করেন।
আদালতে আত্মসমর্পণ করা দুই মূল আসামি হলেন আঠালিয়া গ্রামের মিনা বেপারীর ছেলে মো. সেন্টু ওরফে স্বাধীন (৩০) এবং মো. জাহাঙ্গীর (২২)। আদালতের নির্দেশে তাদের সিংগাইর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে।
এর আগে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মৃত এলাজ বেপারীর ছেলে বাচ্চু মিয়া, তার স্ত্রী হাসেদা আক্তার, মেয়ে পাখি আক্তার এবং মিনা বেপারীর স্ত্রী হোসনে আরা।
সিংগাইর থানার ওসি জেএমও তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আত্মসমর্পণ করা দুই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘ এর আগে এ মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’