ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

মেহেরপুর সীমান্তে শিশুসহ ১৯ জনকে পুশইন করল বিএসএফ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ১০:২৯ এএম
আটককৃতদের মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক হওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে।

রোববার (২৫ মে) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। 

ভারত থেকে আসা কয়েকজন দাবি করে, তারা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাদের নিয়ে আসে মুজিবনগরে সোনাপুর সীমান্তে। সেখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে বাধ্য করে।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ১৯ জনই বাংলাদেশি বলে দাবি করেছেন। তবে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশি কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আটককৃতরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাদের দেওয়া পরিচয় যাচাই করার পর তাদের বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।