ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে যুবককে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:৩৯ পিএম
গাছে বেঁধে শ্রমিককে মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চোর সন্দেহে স্থানীয় এক যুবককে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে গত ৩ দিন থেকে নিখোঁজ রয়েছেন রোমান শেখ নামের ওই যুবক।

স্থানীয়রা জানান, উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকা থেকে প্রায় দেড় মাস আগে স্থানীয় বাসিন্দা মিজানুর নামের এক ব্যক্তির একটি কোষা নৌকা চুরি হয়। সেই নৌকা চুরির অপবাদ দিয়ে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই এলাকার মিজানুর (৩০), আতিক (১৮), ইমরান (২৩), দিল (৭০), ইয়ানুছ (৬০), বিল্লালসহ (৬০) আরও কয়েকজন মিলে রোমানকে আটক করেন।

পরে উপজেলার কানাইনগর বালুর মাঠের সামনে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে চালানো হয় নির্মম নির্যাতন।

এদিকে, নির্যাতনের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জানায়, ভুক্তভোগী ওই যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের পর চুরি হওয়া নৌকাটির সন্ধানের জন্য অভিযুক্তরা তাকে ট্রলারে তুলে নিয়ে যাওয়ার পর থেকে গত ৩ দিন যাবৎ তার কোনো খোঁজ মিলছে না।

এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা নৌকা চুরির অভিযোগ এনে রোমানের হাত গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখেন এবং পা বেঁধে মারধর করতে থাকেন। একপর্যায়ে রোমান জানান নৌকাটি সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় থাকতে পারে। এ সময় অভিযুক্তরা তাকে একটি ট্রলারে তুলে শেখর নগরের দিকে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন ওই যুবক।

সূত্র আরও জানায়, ঘটনার দিন, সারা রাত রোমানের কোনো সন্ধান না পাওয়ায় পরের দিন সকালে তার পরিবারের লোকজন খোঁজ করতে এলে অভিযুক্তরা জানান, রোমান ট্রলার থেকে পানিতে লাফ দিয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘রোমানকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মিজানুর ও অতিকের বাবা ইব্রাহিমকে আটক করেছে।

তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’