ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলা৷ তাসলিমা আক্তার (৩৫)।
শনিবার (৩ মে) বিকেলে র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২ মে) রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার চুরখাই থেকে মো. ইসলাম ইসলাম ও ওই দিন রাতেই ঈশ্বরগঞ্জ থেকে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
সিপিএসসি র্যাব-১৪ ময়মনসিংহ অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, প্রতারক মো. সাজেদুল ইসলাম ও তাসলিমা আক্তার জেলার ফুলবাড়িয়া উপজেলায় জনশক্তি নামক ঋণ প্রদানকারী অফিসের বড় পোস্টে চাকরি করে বলে ভুয়া পরিচয় ও জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে, প্রায় ১ হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা কিস্তির মাধ্যমে উত্তোলন করে। মে মাসের ১ম সপ্তাহে সদস্যদের ঋণ দিবে বলে গত ২৪ এপ্রিল অফিসে আসার কথা বলেও আর আসেনি।
এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করে র্যাব।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন