ময়মনসিংহের নান্দাইলে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফ মিয়া (২৮) এবং কাউছার (২৬)। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের সূত্র জানায়, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযানে ১১টি পেকেটে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ অফিসের উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। এই গাঁজা কিশোরগঞ্জের ভৈরব থেকে নান্দাইল চৌরাস্তায় নিয়ে যাচ্ছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন