বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:২৭ এএম

নান্দাইলে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:২৭ এএম

নান্দাইলে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ মে) রাতে মামলা হয়েছে।

অভিযুক্তের নাম গোলাম হোসেন (৫৫)। তিনি উপজেলার ভাটি বিলপাড় এলাকার মৃত আসতম আলীর ছেলে।

জানা যায়, গোলাম হোসেন ওই শিশুকে বেশ কয়েকদিন ধরে দাদা বলে ডেকে কাছে নিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে ১৫ দিন আগে ওই শিশুকে তিনি জোরপূর্বক ধরে নিয়ে যান পাশের একটি পাটক্ষেতে। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালান। লজ্জায়-ভয়ে তখন কাউকে কিছু বলেনি শিশুটি।

এর কিছুদিন পর শিশুটিকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন গোলাম হোসেন। এতে শিশুটি আহত হলেও তখনও মুখ খোলেনি। 

ভুক্তভোগী শিশু জানায়, আগের ঘটনা তার মাকে জানাবেন বলে ভয় দেখিয়ে মঙ্গলবার (১৩ মে) পাটক্ষেতে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করেন।

এ অবস্থায় কান্না করে পাটক্ষেত থেকে বের হওয়ার সময় বাড়ির অন্য এক মেয়ে জানতে চাইলে সে লজ্জা ও ভয়ে বাড়িতে গিয়ে নিজেকে আড়াল করে রাখে।

শিশুটির মা জানান, কি হয়েছে জানতে চাইলে মেয়ে জানায়, একটু পড়ে কাগজে লেখা পড়েই জানতে পারবে আসল ঘটনা। তখন ছেলের বউকে ডেকে এনে বিস্তারিত জানেন এবং তার মেয়ে জানায়, পাশের বাড়ির গোলাম হোসেন তাকে ধর্ষণ করেছেন। এ জন্য সে আত্মহত্যার পরিকল্পনা করেছে।

এ ঘটনার পর পরিবারের লোকজন থানায় গিয়ে পুরো ঘটনা অবহিত করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় এনে মামলা নেয়।

নান্দাইল থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, ‘বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দির জন্য আদালতে ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।’

Link copied!