ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

বহিষ্কৃত বিএনপি নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০২:৩২ এএম
ছবি- সংগৃহীত

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে ভালুকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে হাইস্কুল রোড মোড় এলাকা থেকে দলের একাংশের নেতাকর্মীদের নিয়ে এই মিছিল বের হয়। মিছিলটি ভালুকা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু ছাড়াও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উসমান গনি মল্লিক মাখন, গোলজার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া, বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে বাচ্চুসহ ১৫-২০ জনের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর রাতে থানায় মামলা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ পিন্স।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত কোনো নেতার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিষেধ থাকলেও ফখরুদ্দিন আহমেদ বাচ্চু একাংশের নেতাকর্মী নিয়ে নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

গত ১১ জুন ধামশুর গ্রামে সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তাকে দেখা যায়।

এছাড়া, ১২ জুন গফরগাঁও উপজেলার কাওরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হাসানের সংবর্ধনা অনুষ্ঠানেও বহিষ্কৃত বাচ্চুর নেতৃত্বে মিছিল নিয়ে তার অনুসারীরা যোগদান করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গত বছরের ১৪ আগস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশের দলীয় নেতাকর্মীদের জানানো হয়েছিল যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যারা বহিষ্কৃত অবস্থায় রয়েছেন, তারা কোনো অবস্থাতেই দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এমনকি, তাদের সঙ্গে দলের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছিল।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম জানান, বহিষ্কৃত নেতার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিষেধ হলেও বাচ্চু বহিষ্কারের পর থেকে একাংশের নেতাকর্মী নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, যা দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

অভিযোগের বিষয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন, আমি মিছিলে অংশগ্রহণ করিনি।

মিছিলের কারণে মহাসড়কে যেন যান চলাচলে বিঘ্ন না ঘটে, সে কারণে মিছিলে আগত নেতাকর্মীদের যান চলাচল স্বাভাবিক রাখার জন্য দিকনির্দেশনা দিয়েছি মাত্র।