ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আইসক্রিম খাওয়া নিয়ে ঝগড়ার জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রিফাত হাসান (১০)।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রিফাত স্থানীয় ইসলামী একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত তার বড় ভাই রিয়াদের সঙ্গে আইসক্রিম নিয়ে ঝগড়া করে। এ কারণেই সে এ কাণ্ড ঘটায়।
তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, কোচিং থেকে ফেরার পর রিফাত ফ্রিজ থেকে আইসক্রিম বের করে। নিজের আইসক্রিমটি ভাঙা থাকায় এ নিয়ে তার মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। এর জেরে রিফাত অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বেলকনিতে হিজাবের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দেখতে পান রিফাত বেলকনির গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
রিফাতের বাবা আকরাম হোসেন একজন প্রবাসী। তিনি প্রায় সাত বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। রিফাতের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, ‘এটি হত্যা না আত্মহত্যা কি না তা তদন্তসাপেক্ষে জানানো হবে। আপাতত মরদেহ উদ্ধার করা হয়েছে।’