বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন নওগাঁ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী মাসুদ হাসান তুহিন। তিনি জেলা বিএনপির সদস্য এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (৮ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার লখাইজানি বাজার থেকে শুরু করে রেন্টিতলা হয়ে মাতাসাগর বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তুহিন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শোনেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনা তুলে ধরেন।
তুহিন বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আপসহীন নেতার প্রতীক, মানবিক রাষ্ট্র গঠনের রূপকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। জনগণের সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এটি মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আমাদের দৃঢ় অগ্রযাত্রার প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে আমরা বিএনপির রূপরেখা তুলে ধরছি। রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক কাঠামো গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
গণসংযোগে জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস কে এম ইকবাল, জেলা যুবদলের সদস্য আশিক, সদর থানা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :