নওগাঁ জেলা বিএনপির আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে পরাজয়ের পর মাসুদ হাসান তুহিন বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের সফলতা কামনা করেছেন। তিনি সম্মেলন সফল করতে অক্লান্ত পরিশ্রম করা নেতাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল সোমবার (১১ আগস্ট) এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
তুহিন বলেন, ‘রাজনীতি কোনো ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিগত জয়-পরাজয়ের ওপর নির্ভর করে না। নির্বাচন মানে হলো স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, অন্য কোনো মতকে চাপিয়ে দেওয়া নয়। দলের রাজনীতিতে আমরা সবাই জাতীয়তাবাদের একজন কর্মী।’
তিনি বলেন, ‘এখানে কারও জয়-পরাজয়কে প্রতিপক্ষের রাজনীতির মতো উল্লাস বা প্রতিহিংসায় ভরা হওয়া উচিত নয়। আমাদের রাজনীতি হওয়া উচিত জনাব তারেক রহমান নির্দেশিত, দেশ ও মানুষের পাশে থাকা, মুক্তির সংগ্রামে নিবেদিত রাজনীতি।’
তিনি আরও আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশের গণমানুষের মুক্তি এবং নৈতিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর নির্বাচিত নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের চিন্তা ও নেতৃত্বকে বাস্তবায়নে কাজ করবেন। নওগাঁ জেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তিতে দাঁড়িয়ে জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন, যাতে বাংলাদেশ কখনো ফ্যাসিবাদের কবলে না পড়ে।’
তুহিন বলেন, ‘আমি নওগাঁ জেলার ১৪টি ইউনিটের সকল কাউন্সিলরকে শ্রদ্ধা জানাই এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের স্বাগত জানাই। আশা করি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করব। আমি বিএনপির রাজনীতিতে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও নিবিড়ভাবে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’
তিনি যোগ করেন, ‘নওগাঁর রাজনীতি, নাগরিক উন্নয়ন, সুশাসন ও সম্প্রীতির জন্য আপনাদের সাথে নিয়ে কাজ করার মাধ্যমে আমি নওগাঁর রাজনৈতিক অঙ্গনে আমার পথচলা আরও বেগবান করতে চাই। আমরা সবাই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে একসাথে চলব। বিজয় আমাদের হবেই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন