নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরীফ আহমেদ সৌরভ (২১) নামে এক যুবকের মরদেহ মৃত্যুর এক বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঘটনাটি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডে ঘটেছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ‘আদালতের নির্দেশে’ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদের নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সামাজিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৭ আগস্ট ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন বাড়ি থেকে ডেকে এনে সৌরভকে পিটিয়ে হত্যা করে। তবে ৫ আগস্ট দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার গত ২৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনকে আসামি করা হয়। মামলা নম্বর: ২৬(২)২০২৫।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম জানান, মামলার তদন্তের অংশ হিসেবে আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং ময়নাতদন্তসহ তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। সে অনুযায়ী মরদেহ উত্তোলন করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বাদী ও নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, ‘আমরা গরিব বলে বিচার পাব না, এটা হতে পারে না। আমার স্বামীকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।’
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন