নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- রাজন ও সুমন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারি হিসেবে পরিচিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানের সময় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। মাদক নির্মূলে আমাদের অভিযান আরও জোরদার হবে।’
স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রশংসা করেছেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।