নেত্রকোনার দুর্গাপুরে বসতঘর থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। সোহাগ পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তারা শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের একটি দুই বছর বয়সি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে তারা নিজেদের ঘরে ঘুমাতে যান। পরদিন ভোরে পরিবারের সদস্যরা তাদের ঘরের ভেতরে ধরনার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে দম্পতি আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :