পবিত্র ঈদুল আযহা ২০২৫ইং উপলক্ষে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়েছে।
রোববার (১ জুন) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কুরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদ সমুহের ২৩৬জন ইমাম-মোয়াজ্জিনগণের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করেন অতিথিবৃন্দ।
মৌলভীবাজার পৌরসভার স্টোর কিপার রুমেল আহমদ এর পরিচালনায় ও হাফিজ হাসান আহমদের পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইমাম সমিতি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন